নতুন অভিবাসন আইনে জার্মানিতে বসবাসের অনুমতি পেলেন ৫৪ হাজার অভিবাসী

জার্মানির সরকারের একটি নতুন আইনের আওতায় প্রায় ৫৪ হাজার অভিবাসী জার্মানিতে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন

ইউরোপ ডেস্কঃ শনিবার (২৭ জানুয়ারি) ইউরোপের বিভিন্ন ভাষায় প্রকাশিত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্রেন্টস ও জার্মানির বিভিন্ন সংবাদ মাধ্যম এতথ্য জানিয়েছে।

গত বছর নতুন এই নীতিমালাটি পাশের পর থেকে যে সমস্ত অভিবাসীরা অস্থায়ীভাবে থাকার অনুমতি পেয়েছেন৷ অনুমতি পাওয়া এসব অভিবাসীদের বসবাসের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছিলো না ৷

অনুমতি পাওয়া অভিবাসীদের মধ্যে রয়েছেন জার্মানিতে অবস্থানরত ওই সব বিদেশি, যাদের আশ্রয় আবেদনের সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ ছিলেন অথবা যাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থাকলেও নানা কারণে দেশে পাঠানো যাচ্ছিল না ৷

২০২২ সালের ৩১ ডিসেম্বর পাস হওয়া এই অপুরচ্যুনিটি রেসিডেন্স অ্যাক্ট নামের এই আইনটি মূলত পাঁচ বছরের বেশি সময় ধরে যারা জার্মানিতে বসবাস করছেন তাদের জন্য দেশটিতে বৈধভাবে থাকার পথ সুগম করছে৷ এই আইনের আওতায় যারা অনুমতি পাওয়ার যোগ্য তাদেরকে পরিবারের সদস্যসহ ১৮ মাসের থাকার অনুমতি পাবেন ৷

এর মধ্যে যারা নিজেদের জীবনযাপনের ব্যয় বহন করতে পারবেন, জার্মান ভাষায় যথেষ্ট দক্ষতা রয়েছে এবং নিজেদের অবস্থান বিষয়ে পরিষ্কার উত্তর রয়েছে তারা এই অস্থায়ী অনুমতি স্থায়ী অনুমতিতে রূপান্তর করতে পারবেন৷ সরকারের এই পদক্ষেপকে একটি সফল মডেল হিসেবে আখ্যা দিয়ে সংসদ সদস্য ফিলিস পোলাট বলেন, ‘‘এই প্রোগ্রামটি চালিয়ে যাওয়া উচিত এবং এর ফলে আরো বেশি মানুষের উপকৃত হওয়া উচিত ৷’’

জার্মানির বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে ইন্টিগ্রেশন মিডিয়া সার্ভিস এ সম্পর্কিত এক বিশেষ জরিপ পরিচালনা করে। জরিপটি বলছে, সরকারের এই প্রোগ্রামের আওতায় মোট ৭৫ হাজার ৩৪৫ জন অভিবাসী বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন ৷ জরিপের ফলাফল বলছে, মোট চার হাজার আবেদন বাতিল করা হয়েছে৷ তাছাড়া, যারা অপরাধের সাথে জড়িত এবং যেসব ব্যক্তি মিথ্যা তথ্য দিয়েছেন তাদেরকে এই প্রোগ্রামের আওতাভুক্ত করা হয়নি ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »