সুইডেনের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের প্রতিবন্ধকতা সরালো তুরস্ক

সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদনে স্বাক্ষর করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

ইউরোপ ডেস্কঃ শুক্রবার (২৬ জানুয়ারি) সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে,শেষ পর্যন্ত সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদনে অনুমোদন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।শুক্রবার

তুর্কি পার্লামেন্টের অনুমোদনের পরে শুক্রবার এরদোগান সুইডেনের আবেদনপত্রে স্বাক্ষর করেছেন। ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পরে সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদনের ২০ মাস পরে এরদোগান এতে স্বাক্ষর করলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ‘আমরা সুইডেনের ন্যাটোর আবেদনে তুরস্কের অনুমোদনকে স্বাগত জানাই। আমরা এখন ন্যাটোতে পূর্ণ সদস্যপদ লাভের পথে একটি নির্ধারক মাইলফলকে পৌঁছেছি।’

একই প্ল্যাটফর্মে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম যোগ করেছেন, ‘সুইডেন ন্যাটোর সদস্য হওয়ার আগে শুধুমাত্র হাঙ্গেরির অনুমোদন বাকি আছে।’

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »