ভিয়েনা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক লীগ নেতার সাংবাদিককে হত্যার হুমকি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • ২৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানের সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক শেখ ইমনের ওপর হামলা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরোজের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (২৪ জানুয়ারি) রাতে শৈলকুপা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক শেখ ইমন।

জানা গেছে, বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সংগ্রহের কাজে যান ইমন। সেখানে অভিযুক্ত নওরোজের সঙ্গে দেখা হলে সংবাদ প্রকাশ করার জন্য অকথ্য ভাষায় গালাগাল করে নওরোজ। একপর্যায়ে উপজেলা পরিষদের দুইতলা থেকে ইমনের জামার কলার ধরে চড়-থাপ্পড় দিয়ে নিচে নামিয়ে নিয়ে এসে মারধর করতে গেলে স্থানীয়রা তাকে বাধা দেয়।

এ বিষয়ে সাংবাদিক শেখ ইমন জানান, আমি ও আমার পরিবার শংকার মধ্যে আছি। বিষয়টি থানায় অবগত করেছি ও একটি সাধারণ ডায়েরি করেছি। এছাড়া তার বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। এ বিষয়ে অভিযুক্ত নওরোজ কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য যে,শেখ ইমন ইউরো বাংলা টাইমস এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি। ইউরো বাংলা টাইমস পরিবার আশা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, সাংবাদিকদের পেশাগত কাজে বাধাদান করা কাম্য নয়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুতই তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।খুব কর্তৃপক্ষ্যকরা হবে।

ডেস্ক/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বেচ্ছাসেবক লীগ নেতার সাংবাদিককে হত্যার হুমকি

আপডেটের সময় ০৫:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

ইবিটাইমস ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানের সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক শেখ ইমনের ওপর হামলা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরোজের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (২৪ জানুয়ারি) রাতে শৈলকুপা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক শেখ ইমন।

জানা গেছে, বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সংগ্রহের কাজে যান ইমন। সেখানে অভিযুক্ত নওরোজের সঙ্গে দেখা হলে সংবাদ প্রকাশ করার জন্য অকথ্য ভাষায় গালাগাল করে নওরোজ। একপর্যায়ে উপজেলা পরিষদের দুইতলা থেকে ইমনের জামার কলার ধরে চড়-থাপ্পড় দিয়ে নিচে নামিয়ে নিয়ে এসে মারধর করতে গেলে স্থানীয়রা তাকে বাধা দেয়।

এ বিষয়ে সাংবাদিক শেখ ইমন জানান, আমি ও আমার পরিবার শংকার মধ্যে আছি। বিষয়টি থানায় অবগত করেছি ও একটি সাধারণ ডায়েরি করেছি। এছাড়া তার বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। এ বিষয়ে অভিযুক্ত নওরোজ কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য যে,শেখ ইমন ইউরো বাংলা টাইমস এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি। ইউরো বাংলা টাইমস পরিবার আশা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, সাংবাদিকদের পেশাগত কাজে বাধাদান করা কাম্য নয়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুতই তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।খুব কর্তৃপক্ষ্যকরা হবে।

ডেস্ক/ইবিটাইমস