ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় সড়ই গ্রামে সুমন আকন কে (৩০) একদল সন্ত্রাসি হাত ভেঙে দিয়েছে এবং এই ঘটনাটি তার অভিভাবকদের কাছে জানাতে গেয়ে তাকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে।
বুধবার দিবাগত রাত ১০টায় দেলদুয়ার গ্রামে এই ঘটনা ঘটেছে। সুমন আকন সড়ই গ্রামের মোশারেফ আকনের পুত্র। সে জানায়, রাতে এই ঘটনার কিছুক্ষন পূর্বে সে রাস্তা দিয়ে যাওয়ার সময় অসতর্কবসত ধাক্কা লেগে সোহেল মাঝি (২৫) পরে যায়। এতে সুমন আকনকে বাজার থেকে ফেরার পথে পার্শ্ববর্তী দেলদুয়ার সোহেল মাঝি সংক্ষুব্ধ হয়ে তার পথরোধ করে পিটিয়ে হাত ভেঙে দেয়।
বিষয়টি এই এলাকার ইউপি সদস্য লিটন মেম্মারকে জানালে তিনি সোহেল মাঝির পরিবার মা-বাবাকে জানাতে বলে এবং তাদের বাড়িতে অভিযোগ করে ফিরে আসার পথে ইট নিক্ষেপ করে তার মাথা ফাটিয়ে দেয়। সোহেল মাঝি দেলদুয়ার গ্রামের বাদশা মাঝির পুত্র এবং তার সাথে আরও ৩জন সমবয়সী মুখোশধারী ছিল। এই ঘটনাটি লিটন মেম্বার নিশ্চিত করেছেন। আহত সুমন আকন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বাধন রায়/ইবিটাইমস