ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ ভোলার লালমোহনে আইসিটি মন্ত্রণালয়ের অধিনে গরীব অসহায় ছেলে ও মেয়েদের আত্মকর্মসংস্থান উন্নয়নের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে লালমোহন উত্তর বাজার স্মার্ট কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং ট্রেনিং সেন্টারে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
লালমোহন পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি। এসময় বিভিন্ন প্রশিক্ষণার্ধীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, আগামী প্রজন্ম হবে স্মার্ট প্রজন্ম। স্মার্ট প্রজন্মে হতে হলে অবশ্যই কম্পিউটারের উপর ব্যাপক ধারণা থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে অনেকেই এখন বিভিন্ন উৎস হতে ইনকাম করছে।
উল্লেখ্য ১ মাস মেয়াদী মোট ৬টি ব্যাচে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থী থাকবে ২০ জন করে।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস