ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির পাবলিক হরিসভায় ধর্মীয় ও আত্মসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাহিতদের হিন্দু কল্যান ট্রাস্ট বরিশালের আওতায় ৯দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
এই প্রশিক্ষণের হিন্দু আইন, পূজা পদ্ধতি, খাদ্য ও পুষ্টি, ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। ঝালকাঠি জেলার ২৫জন পুরোহিত ৯দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় হিন্দু ধর্মমন্ত্রনালয়ের সচিব মুঃ আ: হামিদ জমাদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।
হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তীর সভাপতিত্বে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুহা বশিরুল আলম, ঝালকাঠি জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ডাঃ অসিম কুমার শাহা, হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক দুলাল সাহা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বরিশাল কৃষিবিদ নুরুল ইসলাম, উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশনের জাকির হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ঝালকাঠির মশিউর রহমানসহ স্থানীয় হিন্দু ধর্মীয় নেতৃবর্গ এবং হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সচিব মুঃ আ: হামিদ জমাদ্দার মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূরি উদ্ভোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় অন্যান্য বক্তারা স্বাগত বক্তব্য রাখেন।
বাধন রায়/ইবিটাইমস