ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা কৃষি বিপনণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফারহা গুল নিঝুমের সভাপতিত্বে সভায় ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন অতিথি ছিলেন।
এই কমিটির সদস্যদের মধ্যে আলোচনা সভায় জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক রিয়াজুল্লাহ বাহাদুর, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কর্মকর্তা সাফিয়া সুলতানা, জেলা খাদ্যা নিয়ন্ত্রক নাজমুল হোসেন, নিরাপদ খাদ্যকর্মকর্তা মোঃ ফয়েজ, ব্যবসায়ী সালা উদ্দিন সালেক প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আসন্ন রমজানে বাজারে খাদ্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য বাজার মনিটরিং এর উপর গুরুত্ব দেয়া হয়েছে এবং ব্যবসায়ীদের কাছ থেকে সর্বাত্বক সহযোগীতা চাওয়া হয়েছে। এই সময়ে বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ড পরিচালিত হবে।
বাধন রায়/ইবিটাইমস