ভিয়েনা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার লালমোহনে হলুদ সাজে বেড়ে ওঠছে কৃষকের স্বপ্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • ১১ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার সরিষা ক্ষেতগুলো সেজেছে হলুদ রঙে। সবুজের বুকে হলুদ রঙ মেখে বেড়ে ওঠছে এ উপজেলার কৃষকদের স্বপ্ন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যার মধ্যে উপজেলার লর্ডহার্ডিঞ্জ, ধলীগৌরনগর, রমাগঞ্জ, পশ্চিম চরউমেদ, ফরাজগঞ্জ ও বদরপুর ইউনিয়নের চাষিরা সবচেয়ে বেশি সরিষার আবাদ করেছেন।

লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকায় প্রায় চারশত শতাংশ জমিতে সরিষার আবাদ করেছেন মো. আমির হোসেন মিস্ত্রি। তিনি জানান, গত বছর ১২০ শতাংশ জমিতে সরিষার চাষ করেছিলাম। ওই বছর ফলন অনেক ভালো হয়েছে। যার জন্য এ বছর জমির পরিমাণ বাড়িয়ে প্রায় চারশত শতাংশ করেছি। সবকিছু ঠিক থাকলেও এ বছরও ভালো ফলন পাওয়ার আশা করছি।

উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ এলাকার হালিমা বেগম নামের এক সরিষা চাষি বলেন, গত বছর ১৬ শতাংশ জমিতে সরিষার চাষ করেছিলাম। সে বছর ফলন আশানুরূপ অনেক ভালো হয়েছে। যার জন্য এ বছর জমির পরিমাণ আরো বাড়িয়েছি। এ বছর জমির পরিমাণ ৩৩ শতাংশ। সরিষা গাছগুলোতে এরই মধ্যে ফুল ফুটেছে। আবহাওয়া ঠিক থাকলে এবারও ভালো ফলন হবে ইনশাআল্লাহ।

এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ বলেন, সরিষার আবাদ অত্যন্ত লাভজনক। গত বছর সরিষা চাষ করে এ উপজেলার চাষিরা অধিক ফলন পেয়েছেন। আশা করছি আবহাওয়া ঠিক থাকলে এবারও লালমোহনের সরিষা চাষিরা অনেক ভালো ফলন পাবেন। কৃষি অফিসের পক্ষ থেকে এসব চাষিদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার লালমোহনে হলুদ সাজে বেড়ে ওঠছে কৃষকের স্বপ্ন

আপডেটের সময় ০৬:০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার সরিষা ক্ষেতগুলো সেজেছে হলুদ রঙে। সবুজের বুকে হলুদ রঙ মেখে বেড়ে ওঠছে এ উপজেলার কৃষকদের স্বপ্ন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যার মধ্যে উপজেলার লর্ডহার্ডিঞ্জ, ধলীগৌরনগর, রমাগঞ্জ, পশ্চিম চরউমেদ, ফরাজগঞ্জ ও বদরপুর ইউনিয়নের চাষিরা সবচেয়ে বেশি সরিষার আবাদ করেছেন।

লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকায় প্রায় চারশত শতাংশ জমিতে সরিষার আবাদ করেছেন মো. আমির হোসেন মিস্ত্রি। তিনি জানান, গত বছর ১২০ শতাংশ জমিতে সরিষার চাষ করেছিলাম। ওই বছর ফলন অনেক ভালো হয়েছে। যার জন্য এ বছর জমির পরিমাণ বাড়িয়ে প্রায় চারশত শতাংশ করেছি। সবকিছু ঠিক থাকলেও এ বছরও ভালো ফলন পাওয়ার আশা করছি।

উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ এলাকার হালিমা বেগম নামের এক সরিষা চাষি বলেন, গত বছর ১৬ শতাংশ জমিতে সরিষার চাষ করেছিলাম। সে বছর ফলন আশানুরূপ অনেক ভালো হয়েছে। যার জন্য এ বছর জমির পরিমাণ আরো বাড়িয়েছি। এ বছর জমির পরিমাণ ৩৩ শতাংশ। সরিষা গাছগুলোতে এরই মধ্যে ফুল ফুটেছে। আবহাওয়া ঠিক থাকলে এবারও ভালো ফলন হবে ইনশাআল্লাহ।

এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ বলেন, সরিষার আবাদ অত্যন্ত লাভজনক। গত বছর সরিষা চাষ করে এ উপজেলার চাষিরা অধিক ফলন পেয়েছেন। আশা করছি আবহাওয়া ঠিক থাকলে এবারও লালমোহনের সরিষা চাষিরা অনেক ভালো ফলন পাবেন। কৃষি অফিসের পক্ষ থেকে এসব চাষিদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস