পরকিয়ার টানে ৩ সন্তান ফেলে রেখে পালিয়ে গেলেন শিমু

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি রাজাপুর উপজেলার দক্ষিন তারাবুনিয়া গ্রামের সৌদি প্রবাসী মোঃ আনোয়ার হোসেন খলিফার সাথে ৩ সন্তান রেখে স্বামীর সংসারের প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে খালাতো দেবরের সাথে পালিয়েছে শিমু রহমান।

এ ব্যাপারে স্বামী মোঃ মাহবুবুর রহমান বাদী হয়ে ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্ত্রী ও খালাতো ভাইকে আসামী করে নালিশি অভিযোগা দায়ের করেছে। আদালত অভিযোগ গ্রহণ করে বাদীর আরজি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে।

গত ৩১ ডিসেম্বর ২০২৩ইং তারিখ সকাল ১১ টার সময় মোঃ আনোয়র হোসেন খলিফা ফুসলিয়ে শিমু রহমানকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মোঃ আনোয়ার হোসেন খলিফা ভান্ডারিয়া উপজেলার মেরিরাবাধ গ্রামের মৃত আঃ লতিফ খলিফার পুত্র এবং শিমু রহমানও ভান্ডারিয়া সদরের মৃত আঃ কাদেরের কন্যা। মাহবুবুর রহমান তার এজাহারে উল্লেখ করেছে ২০১৯ সালে মোবাইল ফোনে আনোয়ার হোসেন খলিফার সাথে পরকিয়া বিষয়টি তার নজরে আসে এবং তার স্ত্রী অকোপটে তা স্বিকার করে এবং স্বামী বাড়ি থেকে পিত্রালয়ে চলে যায়।

এ নিয়ে স্থানীয় পর্যায়ে শালিশ পর্যায়ে এই ধরণের গর্হিত কাজ না করার অঙ্গিকার করে স্বামীর সংসারে ফিরে আসে। সে বাড়ি থেকে চলে যাওয়ার সময় সোনার অলংকারসহ ৩ লাখ ৭৫ হাজার টাকার মালামাল চুরি করে পালিয়েছে বলে দাবি করা হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »