টাঙ্গাইল প্রতিনিধিঃ সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপিকে লতিফ সিদ্দিকীর পেটানোর হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের আওয়ামী লীগের পরাজিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু।
মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, নির্বাচনের দিন থেকেই সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর অনুসারীরা কালিহাতীতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। নির্বাচনের পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে হামলা ও মারধর করেছে লতিফ সিদ্দিকীর অনুসারীরা। আতঙ্কে অনেকেই বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এসব ঘটনায় কালিহাতী থানা ও টাঙ্গাইল কোর্টে একাধিক মামলা হয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচনে জয়ী হয়ে গত ৯ জানুয়ারি লতিফ সিদ্দিকী অবৈধভাবে কালিহাতী থানা ঘেরাও করেন। এসময় তিনি মামলার তালিকাভুক্ত আসামীদের ছাড়াতে পুলিশের উপর অবৈধভাবে চাপ প্রয়োগ করেন। একই সাথে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন। এসময় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি সর্ম্পকে অশ্লীল, কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও চরম অপমানকর। সেইদিনই উপজেলা চেয়ারম্যান আনাসর আলী বিকম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে মারধর করা হয়। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাতে কালিহাতীর সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তিনি আরো বলেন লতিফ সিদ্দিকীর অনুসারিদের এধরনের কর্মকাণ্ড চলমান থাকলে সাধারণ মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগের লোকজন এর সমুচিত জবাব দিবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস