ভিয়েনা ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে অবৈধ জাল জব্দ করতে গিয়ে অভিযানকারীরা হামলার শিকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • ১১ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় অবৈধ জাল জব্দ করতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন মৎস্য বিভাগের অভিযানকারী দলের সদস্যরা।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের তেঁতুলিয়া নদীর পাঙাশিয়া স্লুইসগেট এলাকায় সামুদ্রিক মৎস্য কর্মকতা তানভীর আহমেদের নেতৃত্বে অভিযানে যায় একটি দল। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালায় জেলেরা।
হামলার কথা স্বীকার করে উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, পাঙাশিয়া স্লুইসগেট এলাকায় জেলেদের থেকে অবৈধ বেহুন্দি জাল রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মৎস্য অফিসের অফিস সহায়ক, ফিস গার্ড এবং ৩জন পুলিশ সদস্য ছিল। তবে আমরা সেখানে গেলে অতর্কিতভাবে স্থানীয় জেলে আলাউদ্দিন মাঝি, আলী নূর মাঝি ও সুজনসহ অসংখ্য নারী-পুরুষ সম্মিলিতভাবে আমাদের ওপর হামলা চালায়। হামলা চালিয়ে তারা জাল ও নৌকা ছিনিয়ে নেয়। এ সময় সংঘবদ্ধ জেলেরা আমাকে নৌকা থেকে ফেলে দিলে আমার পায়ে প্রচন্ড আঘাত পাই। এ ঘটনায় লালমোহন থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, এ ঘটনায় আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অবৈধ জাল জব্দ করতে গিয়ে অভিযানকারীরা হামলার শিকার

আপডেটের সময় ০৮:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় অবৈধ জাল জব্দ করতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন মৎস্য বিভাগের অভিযানকারী দলের সদস্যরা।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের তেঁতুলিয়া নদীর পাঙাশিয়া স্লুইসগেট এলাকায় সামুদ্রিক মৎস্য কর্মকতা তানভীর আহমেদের নেতৃত্বে অভিযানে যায় একটি দল। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালায় জেলেরা।
হামলার কথা স্বীকার করে উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, পাঙাশিয়া স্লুইসগেট এলাকায় জেলেদের থেকে অবৈধ বেহুন্দি জাল রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মৎস্য অফিসের অফিস সহায়ক, ফিস গার্ড এবং ৩জন পুলিশ সদস্য ছিল। তবে আমরা সেখানে গেলে অতর্কিতভাবে স্থানীয় জেলে আলাউদ্দিন মাঝি, আলী নূর মাঝি ও সুজনসহ অসংখ্য নারী-পুরুষ সম্মিলিতভাবে আমাদের ওপর হামলা চালায়। হামলা চালিয়ে তারা জাল ও নৌকা ছিনিয়ে নেয়। এ সময় সংঘবদ্ধ জেলেরা আমাকে নৌকা থেকে ফেলে দিলে আমার পায়ে প্রচন্ড আঘাত পাই। এ ঘটনায় লালমোহন থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, এ ঘটনায় আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস