ভিয়েনা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • ১২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনুমোদন না মেলায় ইউক্রেনে চলমান মার্কিন সামরিক সহায়তা বন্ধ হয়ে গেছে।  তবে আগামীতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট অবস্থান পাল্টালে আবারও তা শুরু হতে পারে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি।

তিনি বলেন, সহায়তা প্যাকেজ সংক্রান্ত সর্বশেষ বিলটি কংগ্রেসে অনুমোদিত হয়নি।  সে কারনেই আপাতত ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত রয়েছে। কংগ্রেস যদি ভবিষ্যতে অবস্থান পরিবর্তন করে, ফের তা শুরু হবে।

মিত্র দেশগুলো সামরিক সহায়তা পাঠাতে ১০ হাজার কোটি ডলার চেয়ে কংগ্রেসে গত ডিসেম্বরে একটি বিল পাঠায় বাইডেন প্রশাসন।  বিলটির মধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ ছিল ৬ হাজার কোটি ডলার।  কিন্তু সেই বিলটি আটকে দিয়েছে কংগ্রেস।

সমরাস্ত্র উৎপাদন ও পরিবহনে জটিলতার কারণে কিয়েভকে সহায়তা দিতে পারছে না ইউরোপীয় মিত্র দেশগুলোও। তবে ইউক্রেনকে বড় অঙ্কের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।  এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে যুক্তরাজ্য।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, আগামী অর্থবছরে যুক্তরাজ্য তাদের সহায়তা বাড়িয়ে ২.৫ বিলিয়ন পাউন্ড বা ৩.১৯ ডলার করবে; যা গত বছরের চেয়ে ২০০ মিলিয়ন পাউন্ড বেশি।

ইবিটাইমস/ডেস্ক/এনএল 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ

আপডেটের সময় ০৫:৪৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪

ইবিটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনুমোদন না মেলায় ইউক্রেনে চলমান মার্কিন সামরিক সহায়তা বন্ধ হয়ে গেছে।  তবে আগামীতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট অবস্থান পাল্টালে আবারও তা শুরু হতে পারে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি।

তিনি বলেন, সহায়তা প্যাকেজ সংক্রান্ত সর্বশেষ বিলটি কংগ্রেসে অনুমোদিত হয়নি।  সে কারনেই আপাতত ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত রয়েছে। কংগ্রেস যদি ভবিষ্যতে অবস্থান পরিবর্তন করে, ফের তা শুরু হবে।

মিত্র দেশগুলো সামরিক সহায়তা পাঠাতে ১০ হাজার কোটি ডলার চেয়ে কংগ্রেসে গত ডিসেম্বরে একটি বিল পাঠায় বাইডেন প্রশাসন।  বিলটির মধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ ছিল ৬ হাজার কোটি ডলার।  কিন্তু সেই বিলটি আটকে দিয়েছে কংগ্রেস।

সমরাস্ত্র উৎপাদন ও পরিবহনে জটিলতার কারণে কিয়েভকে সহায়তা দিতে পারছে না ইউরোপীয় মিত্র দেশগুলোও। তবে ইউক্রেনকে বড় অঙ্কের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।  এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে যুক্তরাজ্য।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, আগামী অর্থবছরে যুক্তরাজ্য তাদের সহায়তা বাড়িয়ে ২.৫ বিলিয়ন পাউন্ড বা ৩.১৯ ডলার করবে; যা গত বছরের চেয়ে ২০০ মিলিয়ন পাউন্ড বেশি।

ইবিটাইমস/ডেস্ক/এনএল