ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলা থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার হাজির হাট ইউনিয়নের সোনার চর গ্রামের ওই নারীর ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মানসিক ভারসাম্যহীন ওই নারীর নাম রিনা বালা দাস (৪৭)। তিনি সোনার চর গ্রামের মৃত কালা রঞ্জন দাসের মেয়ে।
রিনার পরিবারের বরাত দিয়ে ওসি মো. জহিরুল ইসলাম কামরুল বলেন, মৃত রিনা বালা দাস একজন মানসিক ভারসাম্যহীন রোগী। পরিবারের ধারণা এ কারনেই রিনা বালা দাস ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রিনার মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মনজুর রহমান/ইবিটাইমস