ভিয়েনা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে ১২৩ কোটি টাকার সেতু নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা ওসমান হাদির স্মরণে ঝালকাঠিতে ইসলামি ছাত্র আন্দোলনের দোয়া অনাবাদি ও বসতবাড়ির আঙিনায় সবজি উৎপাদনের জন্য বিনামূল্যে উপকরণ বিতরণ সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে: মির্জা ফখরুল নির্বাচন আয়োজনে গুরুদায়িত্ব পালনে ব্যর্থতার অবকাশ নেই : সিইসি অস্ট্রিয়ায় মুসলিমদের সাথে সহাবস্থান কঠিন, ÖVP দলের ইনস্টাগ্রামের পোস্ট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ শরীক দলের রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া আসোসিয়েশন নিন্দা ও প্রতিবাদ সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা, জনগণের বর্জনে নির্বাচন ভুয়া প্রমাণ হয়েছে : মঈন খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০২:২১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • ২৯ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন দেশের জনগণ একচেটিয়াভাবে প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে বিএনপি। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে মঙ্গলবার ও বুধবার দুদিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

নির্বাচনের নিয়ে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়ে ড. মঈন খান বলেন, ‘দেশের জনগণ একচেটিয়াভাবে নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ৬৩টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়নি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আওয়ামী লীগ ডামি নির্বাচন করেছে, ডামি প্রার্থী দিয়েছে, ডামি পর্যবেক্ষক দিয়েছে, তবুও ভোটারদের ভোটকেন্দ্রে নিতে পারেনি। সরকারের প্রতি যদি মানুষের আস্থা থাকত, মানুষ নিজেই ভোট দিতে আসতো।’

ভোটার উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য প্রসঙ্গে ড. মঈন খান বলেন, ‘প্রথমে বলা হলো ২৭ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে, টেকনোলজির কল্যাণে জানা গেছে, পাশ থেকে এক কর্মকর্তা বলেন, ৪০ পারসেন্ট বলতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণ ডামি নির্বাচন বর্জন করে প্রমাণ করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভুয়া। নির্বাচন কমিশন দুই-একটা কেন্দ্র বন্ধ করে প্রমাণ করতে চেয়েছে সুষ্ঠু ভোট হয়েছে। এসব নাটক জনগণ বুঝে গেছে।’

ড. মঈন খান বলেন, ‘আগামীতে সরকার যে সরকার গঠন করবে, তা হবে ফর দ্য ডামি, বাই দ্য ডামি। জনগণ এমন ডামি সরকার চায় না। দেশের মানুষ এ সরকারের পরিবর্তন চায়। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনের মাধ্যমেই সরকারকে জবাবদিহির আওতায় আনতে চায় বিএনপি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

নির্বাচনের জন্য বিএনপি আরও পাঁচ বছর অপেক্ষা করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার ভুয়া নির্বাচন করেছে। আমরা বলেছিলাম, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলাম। আমাদের আহ্বানে তারা ভোট দিতে যায়নি। তাই এই সরকারকে পদত্যাগ করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে।’

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা, জনগণের বর্জনে নির্বাচন ভুয়া প্রমাণ হয়েছে : মঈন খান

আপডেটের সময় ০৮:০২:২১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

ঢাকা প্রতিনিধি: ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন দেশের জনগণ একচেটিয়াভাবে প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে বিএনপি। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে মঙ্গলবার ও বুধবার দুদিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

নির্বাচনের নিয়ে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়ে ড. মঈন খান বলেন, ‘দেশের জনগণ একচেটিয়াভাবে নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ৬৩টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়নি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আওয়ামী লীগ ডামি নির্বাচন করেছে, ডামি প্রার্থী দিয়েছে, ডামি পর্যবেক্ষক দিয়েছে, তবুও ভোটারদের ভোটকেন্দ্রে নিতে পারেনি। সরকারের প্রতি যদি মানুষের আস্থা থাকত, মানুষ নিজেই ভোট দিতে আসতো।’

ভোটার উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য প্রসঙ্গে ড. মঈন খান বলেন, ‘প্রথমে বলা হলো ২৭ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে, টেকনোলজির কল্যাণে জানা গেছে, পাশ থেকে এক কর্মকর্তা বলেন, ৪০ পারসেন্ট বলতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণ ডামি নির্বাচন বর্জন করে প্রমাণ করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভুয়া। নির্বাচন কমিশন দুই-একটা কেন্দ্র বন্ধ করে প্রমাণ করতে চেয়েছে সুষ্ঠু ভোট হয়েছে। এসব নাটক জনগণ বুঝে গেছে।’

ড. মঈন খান বলেন, ‘আগামীতে সরকার যে সরকার গঠন করবে, তা হবে ফর দ্য ডামি, বাই দ্য ডামি। জনগণ এমন ডামি সরকার চায় না। দেশের মানুষ এ সরকারের পরিবর্তন চায়। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনের মাধ্যমেই সরকারকে জবাবদিহির আওতায় আনতে চায় বিএনপি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

নির্বাচনের জন্য বিএনপি আরও পাঁচ বছর অপেক্ষা করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার ভুয়া নির্বাচন করেছে। আমরা বলেছিলাম, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলাম। আমাদের আহ্বানে তারা ভোট দিতে যায়নি। তাই এই সরকারকে পদত্যাগ করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে।’

ঢাকা/ইবিটাইমস/এনএল