পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ৪টি আসনের ৩টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও ১টিতে জোটের প্রার্থী জাপা মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে পটুয়াখালী জেলা রিটানিং অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
পটুয়াখালী-১ আসনে (পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের ১৫৯ টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী জাপা মনোনীত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার ৮১৫০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার ডাব প্রতিকের তিনি পেয়েছেন ২৬৮৭৪ ভোট। এই এলাকায় মোট ভোটার সংখ্যা হল, চার লাখ ৭৩ হাজার ২৫৭ জন।
এদিকে পটুয়াখালী-২ ( বাউফল) আসনে ১১৪টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ স ম ফিরোজ নৌকা প্রতীকে ১ লাখ ২৪ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা প্রার্থী মো.মহসিন হাওলাদার ২৯৫৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এই এলাকায় মোট ভোটার সংখ্যা হলো, ২ লাখ ৯৩ হাজার ৩২৪ জন।
এছাড়া পটুয়াখালী-৩( গলাচিপা ও দশমিনা) নির্বাচনী এলাকার ১২৪টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম শাহজাদা নৌকা প্রতীকে ৯৪ হাজার ৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক আবুল হোসেন ঈগল প্রতিকে ৫৯ হাজার ২৪ ভোট পেয়েছেন। পটুয়াখালী ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৩৬৭ ভোট।
এবং পটুয়াখালী-৪ ( কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের ১১০টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিববুর রহমান নৌকা প্রতীকে ৫৬২৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রাণিসম্পদ প্তিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার পেয়েছেন ৪৫৪০২ ভোট।পটুয়াখালী ৪ আসনে মোট ভোটার সংখ্যা হল৷ ২ লাখ ৮৯ হাজার ৬৯৪ জন।
আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস