মৌলভীবাজার ১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় পার্টির ভোট বর্জন

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার ১ (বড়লেখা-জুড়ী)  আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  ফল পাল্টানোর ভয়ে নির্বাচন বয়কট করেছেন।

শনিবার নির্বাচনের ১৮ ঘন্টা পূর্বে নিজের ফেসবুকে লাইভে এসে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে বলেন, তফশিল শুরুর পর থেকে আমি নির্দ্বিধায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

প্রশাসন ও পুলিশ আমাকে সহযোগিতা করেছে কিন্তু এ আসনে আমার প্রতিদ্বন্দী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী (শাহাব উদ্দিন) হওয়ার কারনে কোন অবস্থাতেই আমাকে জয়ী হতে দিবেন না।

আমি পাস করলে ও ফলাফল বদল করে উনারা মন্ত্রীকে  পাস করিয়ে দিবেন।এ কারনে আমি নির্বাচন বয়কট করলাম সিলেটি ভাষায় ব্যাঙ্গাত্বক বক্তব্য দিয়ে এ প্রার্থী সাধারন মানুষের কাছে পরিচিত হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীর আত্বীয় স্বজন ও দলীয় কিছু নেতাকর্মীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি এত দিন আলোচনায় ছিলেন।

মুঠোফোনে সমকালকে তিনি বলেন,তৃনমুল বিএনপির প্রার্থী আগেই আমাকে সমর্থন দিয়েছিলেন। মন্ত্রী ঘোষণা দিয়েছেন যে ইউনিয়ন থেকে বেশী ভোট তাকে দেওয়া হবে তিনি তাদেরকে পুরষ্কৃত করবেন এ কারনে চেয়ারম্যান, মেম্বার, নেতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন কালকে যেকোন অবস্থাতেই তারা জয় ছিনিয়ে নেবে। তৃণমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন মন্জু এর আগে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়েছেন।

এ আসনে চার প্রার্থীর মধ্যে দুই প্রার্থী সরে দাড়ায় আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি ও স্বতন্ত্র প্রার্থী কাজী ময়নুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।শেষ মুহুর্তে এসে জাতীয় পার্টির নির্বাচন বয়কট করায় আওয়ামী লীগের প্রার্থী ব্যতিত অপর প্রার্থীর পরিচিতি তেমন নেই, প্রচারনা ও তেমন ছিলনা।এসব কারনে এ আসনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »