ইবিটাইমস ডেস্কঃ ৭ জানুয়ারি রবিবার দেশে তৃতীয়বারের মতো আরও একটি একতরফা পাতানো নির্বাচনের অন্ধকারময় অধ্যায় রচিত হতে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের মাতৃভূমি বাংলাদেশ। আমরা একটি গভীর ক্রান্তিকাল অতিক্রম করছি।
রিজভী বলেন, অভিনব ডামি নির্বাচনি নাটকের মাধ্যমে অবৈধভাবে গত ১৫ বছরের মতো আবারও ক্ষমতায় থাকতে এক বিপজ্জনক খেলার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ ও তাদের দলদাস রাষ্ট্রযন্ত্র শুধু মানুষের ভোটাধিকার থেকেই বঞ্চিতই করেনি, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বকে উপেক্ষা করে প্রকাশ্য ভোটরঙ্গের মাধ্যমে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর বিপদের দিকে।
কবির আহমেদ/ইবিটাইমস