ঝালকাঠি প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি-১ আসনে নৌকা মাকার্র সমর্থনে নিবার্চনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নৌকা মার্কার মনোনীত প্রাথর্ী ব্যারিষ্টার মুহাম্মদ শাহজাহান ওমর তিনি বলেন নির্বাচনে বিদেশী এজেন্ট থাকবে তারা গোপনে তথ্য নিবে কেহ জাল ভোট বা মৃত মানুষের ভোট দিলে সাথে সাথে কট হয়ে যাবেন। নির্বাচনকে কোন কারণেই প্রশ্নবিদ্ধ করা যাবে না।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুল হক মৃধার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, ব্যারিষ্টার মেহজাবিন সহ অনেকে।
বাধন রায়/ইবিটাইমস