ঝালকাঠি প্রতিনিধিঃ দ্বাদশ জতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি জেলার দুটি আসনে ১১জন প্রতিদ্বন্দি প্রার্থীর প্রাথর্ীর মধ্যে প্রচার প্রচারণায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ২জন ব্যতিত অন্য ৯জন প্রার্থীই নির্বাচনির প্রচারণা থেকে হওয়া হয়েগেছেন। তবে, ১জন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ফকরুল ইসলাম গত দুদিন ধরে হঠাৎ এলাকায় গণসংযোগ শুরু করেছে। অন্য ৮জনের প্রার্থীর কোন হদিস নেই। এদের ছিটে ফোটা পোস্টার থাকলেও তাদের কোনে নির্বাচনি কার্যক্রম নেই। এলাকার লোকজন তাদের অনেককেই চিনে না।
ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের সাথে দলীয় সমর্থন থাকা স্বতন্ত্র প্রার্থী দলের সার্থে ব্যক্তিগত কারণ দেখিয়ে মনিরুজ্জামান মনির নির্বচন থেকে সরে দাড়ায়। অপর প্রার্থীগণ জাকের পার্টির আবুবক্কর সিদ্দিক ১দিন এলাকায় এসেছিল, জাতীয় পার্টির মোঃ এজাজুল হক, তৃণমূল বিএনপি’র মোঃ জসিম উদ্দিন তালুকদার, বাংলাদেশ কংগ্রেস দলের মোঃ মজিবুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মোঃ মামুন সিকদার প্রার্থী রয়েছেন। এদের মধ্যে জাতীয় পার্টির এজাজুল হক, স্বতন্ত্র প্রার্থী ব্যরিস্টার ফকরুল ইসলাম,জাকের পার্টির আবু বক্কর সিদ্দিকের মনোনয়ন পত্র বাতিল হলে এরা নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পান তারপর থেকেই এই প্রার্থীরা নির্বাচন প্রচারণা থেকে বিরত রয়েছে।
ঝালকাঠি-২ আসনে নৌকা প্রতীকের আলহাজ্ব আমির হোসেন আমু ব্যতিত ন্যাশনাল পিপল পর্টির ফোরকান হোসেন ও জাতীয় পার্টির মোঃ নার্সির উদ্দিন প্রতিদ্বন্দি প্রার্থী ছিলেন। এদের মধ্যে মোঃ নাসির উদ্দিন ও ফোরকান হোসেনের নির্বাচনি কার্যক্রম নেই। দুটি আসনেই প্রচার প্রচারণ পোস্টার ব্যানার, মাইকিং দিয়ে মুখোরিত করে রেখেছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও কর্মী সর্মকরা। নৌকার নেতাকর্মীদের প্রচারণায় জনগণ পাচ্ছে নির্বাচনের আমেজ।
বাধন রায়/ইবিটাইমস