
চরফ্যাশনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনের মেঘনা নদীর পাড়ের বেড়িবাধের ঢাল থেকে মো. হারুন(১৭) নামের এক অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে স্থাণীয়দের দেয়া খবরের ভিত্তিতে চরফ্যাসন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন। নিহত হারুন হাজারীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুুল মুনাফ পলোয়ানের এক মাত্র ছেলে। সে পেশায় অটোচালক ছিলো।…