মনপুরায় ৬০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, মেঘনায় অবমুক্ত

ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরায় বিরল প্রজাতির ৬০ কেজি ওজনের একটি জলপাই রঙের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে তা মেঘনায় অবমুক্ত করেছে বন বিভাগ।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে  মনপুরার পঁচা কোড়ালিয়া বিট সংলগ্ন ভাসন ভাঙা বালু চর থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা।

এরপর সেটিকে দখিনা হাওয়া সী-বিচ সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

পঁচা কোড়ালিয়ার বিট কর্মকর্তা মো. আব্বাস আলী জানান, ভাসন ভাঙা বালু চরে কচ্ছপটি আটকা পড়ে। জেলেরা তা দেখে বন বিভাগকে অবগত করে। পরে বন বিভাগের লোকজন কচ্ছপটি উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করেন।

মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, কচ্ছপটি বিরল প্রজাতির। ওজন ৬০ কেজি। বিশালাকৃতির এ কচ্ছপ বর্তমানে সচারাচর দেখা যায় না।

মনজুর রহমান/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »