বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া(BCCA) এই ব্যতিক্রম ইন্ডোর ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজনের প্রস্তুতি নিয়েছে
স্পোর্টস ডেস্ক, ভিয়েনাঃ শনিবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারী শনিবার ২০২৪ সালে এই ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,প্রতি বছর গ্রীষ্মকালে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার উদ্যোগে বড় মাঠে “সামার ক্রিকেট টুর্নামেন্ট” হলেও এই বছর অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তরুণদের মাঝে ক্রিকেট খেলার আকর্ষণ ও জনপ্রিয়তা বাড়াতে ভিয়েনার একটি হলে এই ব্যাতিক্রমি আয়োজন করার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে খুব শীঘ্রই ইউরো বাংলা টাইমস সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার পক্ষ থেকে ভিয়েনার ক্রিকেট প্রেমী সকলের সহযোগিতা এবং পরামর্শ চাওয়া হয়েছে। তাছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ক্লাব,আঞ্চলিক সমিতি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে এই আকর্ষণীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।
কবির আহমেদ/এম আর/ইবিটাইমস