ফাইনাল খেলা গোলশূন্য শেষ হওয়ায় ট্রাইব্রেকারে পদ্মা রেঞ্জার্স ৩-১ গোলে এফসি ইউনিককে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে
ভিয়েনা ডেস্কঃ রবিবার (১৭ ডিসেম্বর) ভিয়েনার দানিউব (Donau) নদীর ওপর প্রতিষ্ঠিত জাহাজ হাই স্কুলে এই জাঁকজঁমক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি।অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লীগ পদ্ধতিতে প্রতিধন্ধিতা করে।
দিনের শুরুতেই বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মামুন হাসান ও ক্রীড়া সম্পাদক বি এম রুহুল আমিন টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যে অধিকাংশই ছিল অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পরবর্তী প্রজন্মের তরুণ।
তাছাড়াও খেলা দেখতে জাহাজ স্কুলের ইন্ডোর স্টেডিয়াম কানায় কানায় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক দর্শক দিয়ে পূর্ণ ছিল।
এই দর্শকদের মধ্যে কমিউনিটির বিপুল সংখ্যক নারী ও শিশু দর্শকও উপস্থিত ছিল। এছাড়াও মাঠে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির যে আটটি দল”এ” ও “বি” নামে দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে সেগুলো হলো যথাক্রমে,
গ্রুপ “এ”
১. এফ সি এলিজেন্ট
২. পদ্মা রেঞ্জার্স
৩. এফ সি নিউ সিটি
৪. এফ সি ইউনিক
গ্রুপ “বি”
১. জালালাবাদ সমিতি অস্ট্রিয়া
২. স্ট্রিট ১৫
৩. এফ সি মোহামেডান
৪. টাওয়ার ২০
টুর্নামেন্টে তুমুল প্রতিধন্ধিতাপূর্ণ গ্রুপ পর্বের খেলা শেষ করে চারটি দল সেমিফাইনালে উঠে। প্রথম সেমিফাইনালে পদ্মা রেঞ্জার্স ১-০ গোলে জালালাবাদ
সমিতিকে করে ফাইনালে উঠে। আর দ্বিতীয় সেমিফাইনালে এফ সি ইউনিক ও এফ সি মোহামেডান এর মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। পরে টুর্নামেন্ট ডিসিপ্লিনারী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত সময় খেলা না গড়িয়ে,ট্রাইব্রেকারের মাধ্যমে জয় পরাজয় নিশ্চিত করা হয়। এফ সি ইউনিক ট্রাইব্রেকারে এফ সি মোহামেডানকে পরাজিত করে ফাইনালে উঠে।
পদ্মা রেঞ্জার্স ও এফ সি ইউনিক এর মধ্যে শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলাটিও গোলশূন্যভাবে শেষ হয়। ফলে অতিরিক্ত সময় না বাড়িয়ে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ট্রাইব্রেকারে জয় পরাজয় নিশ্চিত করা হয়।
ট্রাইব্রেকারে এফসি ইউনিক পর পর দুই গোল মিস করলে পদ্মা রেঞ্জার্সের জয় নিশ্চিত হয়ে যায়। তারা ট্রাইব্রেকারে ৩-১ গোলে এফসি ইউনিককে পরাজিত
করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দীর্ঘ সময় যাবত শীর্ষে থাকা এফ সি ইউনিক ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বার্ষিক ইন্ডোর ফুটবল টুর্নামেন্টে এবার রানার্স আপ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় জালালাবাদ সমিতি এফসি মোহামেডানকে ট্রাইব্রেকারে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে।
খেলা শেষে কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ ও বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির কার্যকরী কমিটির সভাপতি মামুন হাসান ও ক্রীড়া সম্পাদক বি এম রুহুল আমিন
চ্যাম্পিয়ন, রানার্স আপ সহ অন্যান্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
কবির আহমেদ/ইবিটাইমস