ঢাকা প্রতিনিধি: ২৮ অক্টোবরের পর বিএনপির নেতাকর্মীদের জমায়েত দেখা যায়নি রাজধানীর নয়াপল্টনে। দীর্ঘ ৪৮ দিন পর আবার নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক। শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের র্যালি উপলক্ষে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে জড়ো হতে থাকেন তারা। সরকার ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন দলটির নেতা-কর্মীরা। যদিও কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগই এখন কারাবন্দি। তবু স্লোগান মুখর ছিল এলাকা।
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে যৌথভাবে শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এসময় তিনি বলেন, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। কিন্তু বিজয় দিবসকে পাল্টে দিয়েছে বর্তমান সরকার। তারা এখন দিবসটিকে পরাজয় দিবসে পরিণত করেছে।
ড. মঈন খান বলেন, বিএনপি ও সমমনা দলগুলো রাজপথে আছি এবং থাকবো। সাহস থাকলে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। তিনি বলেন, গণতন্ত্রকে হত্যা করেছে সরকার। আজ দেশে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি নেই। সরকার একটি অলিগার্কি শ্রেণি বানিয়ে দেশের অর্থনীতি লুটপাট করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণ করে প্রতিবাদী মানুষকে জেলে পুরে রেখেছে এই সরকার। এভাবে তারা বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে। সরকারের সৎ সাহস থাকলে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি।
মঈন খান আর বলেন, আজকে সরকার নাকি দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। তাহলে ক্ষমতা ছেড়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন দিন। তবেই দেখা যাবে, জনগণের কাছে কে জনপ্রিয়? এখন যেভাবে নির্বাচনের সিট ভাগাভাগি চলছে; তাকে নির্বাচন বলেনা। এটা পৃথিবীর কোথাও নেই। বিশ্বের কোথাও ভোট চুরি করে না।
তিনি বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। আসুন আমরা সবাই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা ২টা ১৯ মিনিটে বিজয় শোভাযাত্রা শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ শোভাযাত্রার আয়োজন করেছে। বিএনপির এই র্যালি ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
ঢাকা/ইবিটাইমস/এনএল