টাঙ্গাইল প্রতিনিধিঃ আজ ১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এইদিনে পাকিস্থানী হানাদারদের কবল থেকে টাঙ্গাইল জেলা মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।
টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে দিন ব্যাপী কর্মসুচীর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। এসময় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
পরে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এরআগে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস