ভিয়েনা ০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • ২৪ সময় দেখুন

মোঃ নাসরুল্লাহ. ঢাকা: সিলেট গ্যাস ফিল্ডের ১০ নম্বর কূপে তেলের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার (১০ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সিলেট ১০ কূপটি হরিপুর গ্যাসক্ষেত্রের আওতায় গোয়াইনঘাটে অবস্থিত ৷

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, কূপটিতে তিনটি গ্যাস স্তরের পাশাপাশি তেলের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। বলেন, ১৪০০ মিটার গভীরে তেলের অবস্থান চিহ্নিত করা হয়েছে। নসরুল হামিদ বলেন, দিনে ৫০০ থেকে ৬০০ ব্যারেল তেল পাওয়ার আশা করা হচ্ছে। কি পরিমাণ মজুদ রয়ছে, সেটি নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। পুরোপুরি নিশ্চিত হতে আরও ৪ থেকে ৫ মাস সময় লাগবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গ্যাস স্তরগুলোর অবস্থান হচ্ছে ২৪৬০ থেকে ২৪৭৫ মিটার, ২৫৪০ থেকে ২৫৭৬ মিটার ও ৩৩০০ মিটার নিচে। গ্যাসের মজুদ হতে পারে ৪৩.৬ থেকে ১০৬ বিলিয়ন ঘনফুট ও যার গড় মূল্য ৮৫০০ কোটি টাকা।

২০২ কোটি টাকায় এক কূপ খনন করে চীনের কোম্পানি সিনোপ্যাক ৷ এজন্যে সিলেট গ্যাসফিল্ড কোম্পানির সঙ্গে সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশনের সঙ্গে গত বছরের ১১ সেপ্টেম্বর চুক্তি সই  হয়। গত ২৪ জুনে এই কূপ খনন শুরু হয় ৷  কূপ থেকে কাছাকাছি প্রসেস প্ল্যান্ট ১০ কিলোমিটার দূরে অবস্থিত ৷ লাইন নির্মাণ করে ৮-১০ মাসের মধ্যে গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে ৷

এর আগে সিলেটের হরিপুরে ১৯৮৬ সালে তেলের মজুদ পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আমিন, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিলেটের গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান

আপডেটের সময় ০৯:৪৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

মোঃ নাসরুল্লাহ. ঢাকা: সিলেট গ্যাস ফিল্ডের ১০ নম্বর কূপে তেলের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার (১০ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সিলেট ১০ কূপটি হরিপুর গ্যাসক্ষেত্রের আওতায় গোয়াইনঘাটে অবস্থিত ৷

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, কূপটিতে তিনটি গ্যাস স্তরের পাশাপাশি তেলের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। বলেন, ১৪০০ মিটার গভীরে তেলের অবস্থান চিহ্নিত করা হয়েছে। নসরুল হামিদ বলেন, দিনে ৫০০ থেকে ৬০০ ব্যারেল তেল পাওয়ার আশা করা হচ্ছে। কি পরিমাণ মজুদ রয়ছে, সেটি নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। পুরোপুরি নিশ্চিত হতে আরও ৪ থেকে ৫ মাস সময় লাগবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গ্যাস স্তরগুলোর অবস্থান হচ্ছে ২৪৬০ থেকে ২৪৭৫ মিটার, ২৫৪০ থেকে ২৫৭৬ মিটার ও ৩৩০০ মিটার নিচে। গ্যাসের মজুদ হতে পারে ৪৩.৬ থেকে ১০৬ বিলিয়ন ঘনফুট ও যার গড় মূল্য ৮৫০০ কোটি টাকা।

২০২ কোটি টাকায় এক কূপ খনন করে চীনের কোম্পানি সিনোপ্যাক ৷ এজন্যে সিলেট গ্যাসফিল্ড কোম্পানির সঙ্গে সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশনের সঙ্গে গত বছরের ১১ সেপ্টেম্বর চুক্তি সই  হয়। গত ২৪ জুনে এই কূপ খনন শুরু হয় ৷  কূপ থেকে কাছাকাছি প্রসেস প্ল্যান্ট ১০ কিলোমিটার দূরে অবস্থিত ৷ লাইন নির্মাণ করে ৮-১০ মাসের মধ্যে গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে ৷

এর আগে সিলেটের হরিপুরে ১৯৮৬ সালে তেলের মজুদ পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আমিন, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল