সুষ্ঠু পরিবেশ ছাড়া নির্বাচন করব না : রেজাউল করিম

ইবিটাইমস ডেস্ক: ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শুক্রবার (২৪ নভেম্বর) চরমোনাইয়ের বাৎসরিক মাহফিলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গণজমায়েতে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি না হলে নির্বাচনের নামে পাতানো ফাঁদে পা দেবে না ইসলামী আন্দোলন। তিনি বলেন, ক্ষমতাসীন রাজনৈতিক সংগঠনগুলো ছাত্ররাজনীতির নামে সন্ত্রাসী তৈরির কারখানায় পরিণত হয়েছে। কিন্তু দেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানে আদর্শিক জনশক্তি তৈরিতে ইসলামী ছাত্র আন্দোলন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, নির্বাচনে নায়ক, গায়ক ও খেলোয়াড়দের নমিনেশন দিয়ে জাতীয় সংসদকে তামাশার মঞ্চে পরিণত করেছে আওয়ামী লীগ। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের নাটক মঞ্চস্থ করার যে পাঁয়তারা চলছে, তা ছাত্রজনতা কোনোভাবেই সহ্য করবে না।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »