অষ্ট্রিয়া আওয়ামী লীগের অগঠনতান্ত্রিক  সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ভিয়েনায় সদ্য সমাপ্ত অস্ট্রিয়া আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অগঠনতান্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করায় প্রতিবাদ জানিয়েছেন অনেক সদস্য

ভিয়েনা ডেস্কঃ রবিবার (১৯ নভেম্বর) ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের একটি অডিটোরিয়ামে অস্ট্রিয়া আওয়ামী লীগের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

অস্ট্রিয়া আওয়ামীলীগের সাবেক কমিটির সহ সভাপতি আবদুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের অন্যতম সদস্য আহমেদ ফিরোজ।

সভায় উপস্থিত ছিলেন আব্দুল জলিল, আহমেদ ফিরোজ, গাজী মোহাম্মেদ, শামসুল ইসলাম, আশরাফুজ্জামান, লুৎফর রহমান সুজন, সাইফুল ইসলাম সাইফ, এস এম নাজমুল হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ সফিকুল ইসলাম, এমরান হোসেন, আবুল কালাম, মইন, ফিরোজ কবির, জিল্লুর রহমান, সজিব, সাইফুল প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দ সকলেই অভিযোগ করে বলেন, দীর্ঘ বছর পর অনুষ্ঠিত এই ত্রি-বার্ষিক সম্মেলনে অস্ট্রিয়া আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা
করা হয়েছে। প্রতিবাদ সভায় যারা বক্তব্য রাখেন তারা সকলেই অস্ট্রিয়া আওয়ামী লীগের সক্রিয় নেতৃবৃন্দ।

প্রাক্তন কমিটির সহ সভাপতি এমরান হোসেন সম্মেলনের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এই সম্মেলনের মাধ্যমে যে কমিটি গঠন করা হয়েছে তা অগঠনতান্ত্রিক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এর দায়ভার অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতির নিতে হবে।

প্রাক্তন কমিটির সহ সভাপতি আক্তার হোসেন তার বক্তব্যে বলেন, এই সম্মেলনের মাধ্যমে যে কমিটি গঠন করা হয়েছে তা অগঠনতান্ত্রিক। আমরা এই সভা থেকে এর তীব্র প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে নুতন কমিটি গঠন করতে হবে।

সভাপতির ভাষণে আব্দুল জলিল বলেন, আমরা দলকে ভালোবাসি। আমাদের আজকের এই প্রতিবাদ সভা কতিপয় ব্যক্তি বিশেষের তাদের কর্মকাণ্ডের
বিরুদ্ধে,বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধে নয়। তিনি আরও বলেন, শীঘ্রই সময় আসবে একদিন আপনারা সব জানতে পারবেন। যারা চাটুকারিতা করে আওয়ামী রাজনীতি করে,তাদের মুখ অচিরেই উন্মোচিত হবে।

প্রতিবাদ সভার সঞ্চালক আহমেদ ফিরোজ এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,দীর্ঘ প্রায় ৮ বছর পর আমরা অস্ট্রিয়া আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যা
দেখেছি ও যা দেখলাম তা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, আমরা আশা করেছিলাম এতো বছর পর অনুষ্ঠিত এই ত্রি-বার্ষিক সম্মেলনে অস্ট্রিয়া আওয়ামী লীগ গতানুগতিক ধারা থেকে বেড়িয়ে এসে একটি সুন্দর কমিটি উপহার দিবে।

তিনি আরও বলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সন্মানিত সভাপতি এম নজরুল ইসলাম যেহেতু অস্ট্রিয়ায় বসবাস করেন,তাই আমরা আশা করেছিলাম তিনি অস্ট্রিয়া আওয়ামী লীগের পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করে নতুনদের নিয়ে একটি সুন্দর কমিটি উপহার দিবেন। কিন্তু না,তা আর হলো না।
দীর্ঘ সময় ধরে যারা বিতর্কিতভাবে অস্ট্রিয়া আওয়ামী লীগের পদ-পদবী আটকে রেখেছেন, তাদেরকে দিয়েই আবারও সেই একই কায়দায় নতুন কমিটি গঠন করা হলো।

পরিশেষে সংক্ষিপ্ত এই প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি আব্দুল জলিল।

কবির আহমেদ/এম আর/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »