সরকার দেশে ‘ফেরাউনের রাজত্ব’ কায়েম করেছে : রিজভী

ইবিটাইমস ডেস্ক: সরকার দেশে ‘আওয়ামী ফ্যাসিজম’ প্রতিষ্ঠার ছক ধরে এগুচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার (১৭ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতনের চিত্র তুলে ধরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।

তিনি বলেন, জরাগ্রস্ত সমাজ গড়ে তোলার চেষ্টায় আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার একটি ছক ও বিন্যাস ধরেই এগুচ্ছে সরকার। সুষ্ঠু নির্বাচনের দাবি তোলামাত্রই রক্ত ঝরানো হচ্ছে গণতন্ত্রকামীদের। বাংলাদেশের গণতন্ত্রকামী জনগোষ্ঠি এখন ক্ষমতাসীনদের বুলেটের টার্গেট।

রিজভী বলেন, জনগণকে দমন করতে খালেদা জিয়াসহ হাজার নেতাকর্মীকে বন্দি করেছেন শেখ হাসিনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহার ওমর বীর উত্তম, মোহাম্মদ শাহজাহানসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সরকার যে ফেরাউনের রাজত্ব কায়েম করেছেন, এটাই তার প্রমাণ। এই সরকারের পতন হবেই।

নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থ রক্ষা না করে শেখ হাসিনার কাছেই আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দেশের সুশীল, নাগরিক সমাজ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিদেশি কূটনীতিকদের আবেদন অগ্রাহ্য করে কমিশন শুধুমাত্র একনায়ক, গণতন্ত্রবিরোধী ও ভোটারবিহীন সরকার প্রধানের কথা শুনে নির্বাচনের তপশিল ঘোষণা করেছে।

আওয়ামী লীগকে শনির দশায় পেয়েছে মন্তব্য করে রিজভী বলেন, ‘জনসমর্থনের দিক দিয়ে আওয়ামী লীগ শুণ্যের কোটায়। ওরা শুধু ক্ষমতার নেশায় বুঁদ হয়ে শুরু করেছে রক্তাক্ত তাণ্ডব। বিএনপি নেতাকর্মীরা পাইকারিহারে গ্রেপ্তারের শিকার। তাদের ধরতে না পারলে গ্রেপ্তার হচ্ছেন বাবা, শশুর, ছোট ভাই এমনকি বাড়ির মেয়েরা পর্যন্ত।’

দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারে স্থানীয় আওয়ামী লীগের সদস্যরা ‘উসকে’ দিচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »