ঢাকা প্রতিনিধি: জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন কমিশন তফশিল ঘোষণা করবেই। কারণ এটা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা। নির্বাচন হবে কি হবে না, এটা তাদের দেখার বিষয় নয়। তবে তফসিল পরিবর্তনের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এরকম নজির আগেও হয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ নিলে, নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টির স্বার্থে তফসিল পরিবর্তন করা যেতেই পারে।
বুধবার (১৫ নভেম্বর) বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মো. মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, নির্বাচনের একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে যদি তফসিল ঘোষণা করা হলে তা সবার জন্যই ভালো হতো। তারপরেও আমরা মনে করি সরকার যদি একটি পরিবেশ সৃষ্টির জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়, তাহলে তফসিল পরিবর্তন করা যেতে পারে। সেই ক্ষমতা নির্বাচন কমিশনের আছে।
তিনি বলেন, আমরা দলীয়ভাবে নির্বাচনি প্রস্তুতির প্রাথমিক সব কাজ প্রায় শেষ করেছি। প্রার্থী বাছাই, নির্বাচনি ইশতেহার প্রণয়ন, ফরম ছাপানোসহ সব কাজ আমরা শেষ করে রেখেছি। কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারছি না নির্বাচন করব কি করব না। আমরা দ্বিধার মধ্যে আছি নির্বাচন করব কি করব না এ নিয়ে। কারণ গত ৫ বছরে এই সরকারের অধীনে যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, এমকি উপনির্বাচন হয়েছে তার অভিজ্ঞতা ভালো নয়। প্রতিটি নির্বাচনেই দেখা গেছে সরকারদলীয় প্রার্থীর লোকজন আমাদের প্রার্থী ও দলের নেতাকর্মীদের জোর করে কেন্দ্র ছাড়া করেছে। নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেছে। কেন্দ্র দখলসহ প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেছে। এতে করে এই সরকারের অধীনে নির্বাচন সম্পর্কে আমাদের মধ্যে, এমনকি জনমনেও নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এনএল