স্পেন থেকে ব্যুরো চীফঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চাঁদপুর জেলা এসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে| বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতি ছিলো মুখরিত এবং উৎসব মুখর।
গতকাল মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সাংবাদিক ফকরুদ্দিন রাজির এর পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা খোরশেদ আলম মজুমদার ,উপদেষ্টা জামাল উদ্দিন মনির ,বাংলাদেশ এসোসিয়েশন স্পেনের সভাপতি আল মামুন,সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক,সিনিয়র সহ সভাপতি আল আমিন,বর্তমান সাধারণ সমপাদক মুরাদ মজুমদার ,সাবেক সাধারণ সম্পাদক কামরুজজ্জামান সুন্দর ,মিল্টন ভূইয়া কচি,মোজাম্মেল হক মনু ,মাওলানা আব্দুর রাজ্জাক ,দুলাল সাফা,ফজলে এলাহী,একরামুজ্জান কিরণ,এস এম মাসুদ,আব্দুল কাইয়ুম সেলিম,রমিজ উদ্দিন ,রাসেল দেওয়ান ,আবুল কাশেম মুকুল ,পিয়ার হুসেন সৌরভ সহ দূতাবাসের কর্মকর্তা মুতাসিমুল ইসলাম ও এমাদুল ইসলাম প্রমুখ |অনুষ্ঠানের বক্তারা ,সামাজিক সংগঠনের কার্যক্রমের আরো বেশি মানবিক এবং জনকল্যান মুখী করার আহ্বান জানান।
নতুন কমিটির নেতৃবৃন্দ মাদ্রিদ কমিউনিটির আলোকিত বিনির্মাণে ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন |
বকুল খান/ইবিটাইমস