ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মো. সিকান্দার আলী মিয়া (৭৯) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে ১০টায় নামাজে জানাযা শেষে নলছিটি উপজেলার বিহঙ্গল গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মযার্দায় দাফন সম্পন্ন করা হয়।
সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে যান। মুক্তিযুদ্ধচলাকালীন সেনাবহিনী থেকে চলে এসে যুদ্ধে অংশ নেয় এবং একাধিক রণাঙ্গনে সফলতার সাথে যুদ্ধ পরিচালনা করেছেন। তিনি ১৯৭১ সালের জুন মাসে ঝালকাঠির কাঠালিয়া থানা আক্রমণ করে সেখান থেকে ১১টি অস্ত্র নিয়ে যুদ্ধের কাজে ব্যবহার করে এবং নলছিটি দরগাবাড়ির যুদ্ধসহ নলছিটির থানা হানাদার মুক্ত করার ক্ষেত্রে বিরোচিত ভূমিকা পালন করেছেন। তিনি টানা দুইবার নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী।
বাধন রায়/ইবিটাইমস