ঝালকাঠি প্রতিনিধিঃ ডায়াবেটিসের ঝুঁকি জানুন প্রয়োজনীয় ব্যবস্থা নিন, এই স্লোগান নিয়ে ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় ডায়াবেটিস সমিতি থেকে র্যালি বের হয় এবং র্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। ডায়াবেটিস সমিতির সভাকক্ষে আলোচনা সভায় সমিতির সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম সভাপতিত্ব করেন।
বিশেষ আলোচক হিসেবে সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু, পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, ডায়াবেটিস সমিতির চিকিৎসক রুহুল আমিন জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
বাধন রায়/ইবিটাইমস