ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের পূর্বাংশে অব্যবহৃত ৫ শতাংশ জায়গায় ১২টি প্লটে বিভিন্ন ধরণের শাক-সবজির উৎপাদনের কাজ শুরু হয়েছে।
একইসাথে সাধারণ মানুষ যার যতটুকু জায়গা আছে সেখানে খালি না রেখে চাষাবাদ করার জন্য উদ্ভুদ্ধ করণের এই উদ্যোগ নেয়া হয়েছে বলে কৃষি বিভাগের সূত্রে দাবী করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলা কৃষি বিভাগ এই চাষাবাদের পরামর্শ ও তত্বাবধায়ন করছেন।
সোমবার ঝালকাঠি সদর উপজেলার কৃষি অফিসার আলী আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দলাল কুন্ড ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন তত্বাবধায়ন করছেন। ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের পরামর্শে কৃষি বিভাগ এই উদ্যোগ বাস্তবায়ন করছে।
বাধন রায়/ইবিটাইমস