টাঙ্গাইল প্রতিনিধিঃ চতুর্থ দফা অবরোধে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়ক কার্যত অচল হয়ে পড়েছে। মহাসড়কে দুরপাল্লার কোন যাত্রীবাহি বাস চলাচল করতে দেখা যায়নি। কিছু কিছু পণ্যবাহি ট্রাক চলাচল করলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। তবে সড়কে সিএনজি চালিত অটোরিক্সা ও কিছু ব্যাক্তিগত যানবাহন চলাচল করছে।
এদিকে আজও শহরের নতুন বাসি টার্মিনাল থেকে কোন যাত্রীবাহি বাস ছেড়ে যায়নি। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারন যাত্রী। যদিও বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতির লোকজন বলেছে যাত্রীর সংখ্যা কম থাকায় টার্মিনাল থেকে বাস ছাড়া যাচ্ছেনা।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস