ভিয়েনা ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনে জয়ের রেকর্ড নেই: কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • ১০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ বিএনপি নেতা-কর্মীদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি। যেই আন্দোলনে দেশের জনগণের সম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কোনোদিনও সফল হতে পারবে না। বলেন, আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনে বিজয়ী হওয়ার কোন রেকর্ড নেই।

বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপি-জামায়াতের অবরোধ ও হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির অগ্নিসন্ত্রাস চলছে। এসব নাশকতার জবাবে আমাদের নেতাকর্মীরা মাঠে আছে। তাদের আরও মনোবল দিতে কাজ করবে কমিটি। তৃণমূলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। যেকোনো মূল্যে আগুন সন্ত্রাস প্রতিরোধ করতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতাসীন দল হিসেবে আমাদের উচিত দেশের জনগণের জানমাল, নিরাপত্তা দেওয়া। সরকারি দল হিসেবে আমাদের যার যেখানে দায়িত্ব তা পালন করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে সব সময়।’

শান্তি সমাবেশের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের জনগণের জান-মালের নিরাপত্তার কথা ভেবে সারাদেশে সতর্ক পাহারায় আছি। ততক্ষণ থাকব, যতক্ষণ নাশকতা চলবে ষড়যন্ত্র চলবে, নির্বাচন ভন্ডুলের পাঁয়তারা চলবে। সারা বাংলাদেশের সতর্ক পাহারা আরও জোরদার হবে।’

এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালির চম্বল ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক ও চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, পিটার হাসকে নিয়ে মুজিবুল হক চৌধুরীর দেয়া বক্তব্য ‘শিষ্টাচার বহির্ভূত’। এ ধরনের শিষ্টাচার বহিভূত আচরণ করা মোটেও উচিত নয়।

ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রধানের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনে জয়ের রেকর্ড নেই: কাদের

আপডেটের সময় ০৬:৪৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ বিএনপি নেতা-কর্মীদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি। যেই আন্দোলনে দেশের জনগণের সম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কোনোদিনও সফল হতে পারবে না। বলেন, আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনে বিজয়ী হওয়ার কোন রেকর্ড নেই।

বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপি-জামায়াতের অবরোধ ও হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির অগ্নিসন্ত্রাস চলছে। এসব নাশকতার জবাবে আমাদের নেতাকর্মীরা মাঠে আছে। তাদের আরও মনোবল দিতে কাজ করবে কমিটি। তৃণমূলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। যেকোনো মূল্যে আগুন সন্ত্রাস প্রতিরোধ করতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতাসীন দল হিসেবে আমাদের উচিত দেশের জনগণের জানমাল, নিরাপত্তা দেওয়া। সরকারি দল হিসেবে আমাদের যার যেখানে দায়িত্ব তা পালন করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে সব সময়।’

শান্তি সমাবেশের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের জনগণের জান-মালের নিরাপত্তার কথা ভেবে সারাদেশে সতর্ক পাহারায় আছি। ততক্ষণ থাকব, যতক্ষণ নাশকতা চলবে ষড়যন্ত্র চলবে, নির্বাচন ভন্ডুলের পাঁয়তারা চলবে। সারা বাংলাদেশের সতর্ক পাহারা আরও জোরদার হবে।’

এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালির চম্বল ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক ও চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, পিটার হাসকে নিয়ে মুজিবুল হক চৌধুরীর দেয়া বক্তব্য ‘শিষ্টাচার বহির্ভূত’। এ ধরনের শিষ্টাচার বহিভূত আচরণ করা মোটেও উচিত নয়।

ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রধানের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল