ভিয়েনার একাধিক স্কুলে বোমা হামলার হুমকি

বোমার হামলার হুমকি পাওয়ার পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বেশ কয়েকটি স্কুলে বড় আকারের পুলিশী অভিযান করা হয়েছে

ভিয়েনা ডেস্কঃ বুধবার(৮ অক্টোবর) সকাল প্রায় ৭:৪৫ মিনিটে স্কুল শুরুর সামান্য পূর্বে ভিয়েনার ১৫ নাম্বার ডিস্ট্রিক্টের Hütteldorfer Straße-এর একটি ভোকেশনাল স্কুলে স্কুল প্রশাসন একটি বোমা হামলা হুমকি পাওয়ার পর পুলিশে খবর দেয়।

মুহুর্তের মধ্যেই ভিয়েনা পুলিশ প্রশাসনের বোমা নিষ্ক্রিয় স্কোয়াড সহ বিপুল সংখ্যক জরুরী পরিষেবা ঘটনাস্থলে পৌঁছে এবং স্কুল বিল্ডিংয়ের চিরুনি অনুসন্ধান চালায়। তবে কোনো বোমা বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় নি। পুলিশী অভিযানের সময় শিক্ষার্থীদের নিরাপদে আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।

ভিয়েনার একাধিক জেলায় বোমার হুমকি: ভিয়েনা পুলিশ প্রশাসনের মুখপাত্র ম্যাটিয়াস শুস্টার অস্ট্রিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানান, ভিয়েনা
রাজ্যের একাধিক জেলায় (Bezirk) আজ বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। ফলে সবগুলো স্কুলেই পুলিশের অভিযান হয়েছে। তিনি আরও বলেন,
ভিয়েনা রাজ্যের ১৫ নাম্বার (রুডলফশেম-ফুনফাউস) জেলার অন্যান্য স্কুলের পাশাপাশি ১৭ নাম্বার হার্নালস জেলার স্কুলগুলিতে বোমাগুলি লুকিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। তাছাড়াও, ১২ নাম্বার ডিস্ট্রিক্টের মাইডলিং (Meidling) -এর হান্স মান্ডেল ভোকেশনাল স্কুলেও হুমকি দেওয়া হয়েছিল। ফলে ভিয়েনা পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এদিকে অস্ট্রিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর স্কুল ব্যবস্থাপনার পক্ষ থেকে শিক্ষার্থীদের অভিভাবকদের জানানো হয়েছে। পুলিশী অভিযানে সার্ভিস ডগ, এক্সপ্লোসিভ স্কোয়াড এবং অফিস ফর দ্য প্রোটেকশন অফ দ্য কনস্টিটিউশন কাজ করছে। অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, হুমকিমূলক কল দুটি ভিন্ন ব্যক্তি দ্বারা করা হয়েছিল। তদনুসারে, তারা সম্ভবত যুবক। এই বোমা হামলার সন্ত্রাসী হুমকির পটভূমি
কি ছিল, তা আপাতত অনুমান করা যাচ্ছে না।

ভিয়েনা পুলিশ প্রশাসন এক টুইট বার্তায় জানায়, “আমরা জোর দিয়ে বলছি যে, চিন্তার কোন কারণ নেই”। আমরা বর্তমান অপারেশনাল পরিস্থিতিকে খুব গুরুত্ব সহকারে নিই। আমরা জোর দিয়েছি যে উদ্বেগের কোন কারণ নেই এবং শিক্ষা অধিদপ্তর দ্বারা উচ্ছেদ ব্যবস্থা শান্তভাবে এবং সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে।

ভিয়েনা ও ফেডারেল পুলিশের মতে, ইতিমধ্যে কিছু ভবনে তল্লাশি সম্পন্ন হয়েছে এবং কোনো বিপজ্জনক জিনিস পাওয়া যায়নি। শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইতোমধ্যে এসব বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »