রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবরোধ বিরোধী অবস্থান

ইবিটাইমস ডেস্ক: বিএনপি ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টি শোডাউন এবং মিছিল করছে।

আওয়ামী লীগ অবরোধে নৈরাজ্য ঠেকাতে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। রোববার (৫ নভেম্বর)সকাল ৯টার পর একে একে নেতারা আসতে শুরু করেন। সকাল সাড়ে ১০টায় জড়ো হয়ে কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন তারা।

এসময় নেতাকর্মীরা জানান, বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। জনগণের জানমাল রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, সতর্ক পাহারায় আছি।

আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ আলাদাভাবে অবস্থান নিয়েছে।

এদিকে, রোববার সকাল থেকে গাবতলী এবং মিরপুরের বিভিন্ন পয়েন্টে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে অবরোধ বিরোধী স্লোগান দিচ্ছেন। নেতাকর্মীরা বলছেন, বিএনপির ডাকা এই অবরোধে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। বিএনপি জনবিচ্ছিন্ন দল বলেও মন্তব্য করেন তারা।

এ সময় অবরোধের নামে জনগণের জানমালের ক্ষতিসাধন করলে তা রুখে দেয়ার হুঁশিয়ার উচ্চারণ করেন নেতাকর্মীরা। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করে তৃণমূল আওয়ামী লীগ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »