ঢাকা প্রতিনিধি: বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির শুরুতে রবিবার সকালে রাজধানীতে এক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক পরিবহন শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে বনশ্রীর মেরাদিয়ার বাঁশপট্টি এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় দফা অবরোধের শুরুতে সকাল সাড়ে ৭টার দিকে চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। এতে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে বাসটি। এ ঘটনায় দগ্ধ হয়েছেন সবুজ মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক। তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এদিকে, শনিবার সন্ধ্যার দিকে রাজধানীতে তিনটি ও রাত ১০টার দিকে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া, রাজধানীর গুলিস্তানে পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকা/ইবিটাইমস/এনএল