ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ৫২তম সমবায় দিবস আলোচনা সভা ও র্যালি আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ।
এ উপলক্ষ্যে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিনের নেতৃত্বে র্যালি বের হয়। র্যালিটি শহর গুরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম ও উপজেলা ভাইস চেয়ারম্যান খান আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মামুন শিবলির সভাপতিত্বে আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা আমিরুল ইসলাম স্বাগত বক্তব্য এবং সমবায়দের পক্ষ থেকে ধানসিড়ি বহুমূখী সমবায় সমিতির সভপতি ইসরাত জাহান সোনালী অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার বক্তব্য রাখেন।
বাধন রায়/ইবিটাইমস