ইবিটাইমস ডেস্ক: বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল-পিকেটিং করে অবরোধ পালন করে রাজধানীর কুর্মিটোলা হাসপাতোলের সামনে ঢাকা-গাজীপুর রোডে। বিএনপির মহাসমাবেশে হামলা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে চলছে অবরোধ।
রবিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে আগুন জ্বালিয়ে মিছিল ও পিকেটিং করা হয়। এ সময় ৭০-৮০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১২-দলীয় জোট। রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড় পর্যন্ত মিছিল করেন জোটের নেতাকর্মীরা।
এ সময় নেতারা বলেন, ‘সরকারের পতনের ঘণ্টা বেজে উঠেছে। পায়ের নিচে মাটি সরে যাওয়া গণবিচ্ছিন্ন সরকারের শেষ অবলম্বন রাষ্ট্রশক্তি ব্যবহার। বিরোধী দলকে জেলে ভরে সারা দেশের মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। জনগণকে রাজপথ থেকে হটিয়ে দিয়ে আবারও ২০১৪ সালের মতো একটি ভোটারবিহীন নির্বাচন করে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে চায়।’
এদিকে, রাজধানীর উত্তরায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ককটেল বিস্ফোরণে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ রোববার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মো. হাসানকে হাতেনাতে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, ককটেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ছাত্রদলের সাবেক নেতা। তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডেস্ক/ইবিটাইমস/এনএল