অস্ট্রিয়া আওয়ামী লীগের নতুন সভাপতি পুননির্বাচিত হয়েছেন খন্দকার হাফিজুর রহমান নাসিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান শ্যামল
শনিবার (৪ অক্টোবর) ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের একটি অডিটোরিয়াম হলে অস্ট্রিয়া আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটির নাম ঘোষণা করেন অল ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলাম। এই সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং স্থানীয় তিনজন নির্বাচন কমিশনার যথাক্রমে বিশিষ্ট মুক্তিযোদ্ধা মীর বায়োজিদ, সিনিয়র সিটিজেন দিদারুল আলম ও রতন সাহা।
তাছাড়াও এই ত্রি-বার্ষিক সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, অস্ট্রিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মহলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অস্ট্রিয়া আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করেন সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। আর অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন এবং হিন্দু ধর্ম গ্রন্থ গীতা থেকে শ্লোক পাঠ করেন সহ সভাপতি রুহি দাস সাহা।
উল্লেখ্য যে,অস্ট্রিয়া আওয়ামীলীগের শেষ ত্রি-বার্ষিক সম্মেলন শেষবার অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে। ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত একটি বক্তব্য পড়ে শুনান সহ সভাপতি রুহি দাস সাহা। তাছাড়াও অনুষ্ঠানে ঢাকা থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম শীর্ষ নেতা এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
অস্ট্রিয়া আওয়ামীলীগের এই ত্রি-বার্ষিক সম্মেলনে অস্ট্রিয়া আওয়ামীলীগের কার্যকরী কমিটির একাধিক শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিভিন্ন দেশের অতিথি নেতৃবৃন্দরা অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম (অস্ট্রিয়া) ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান (ফ্রান্স) – এর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম প্রাথমিকভাবে অস্ট্রিয়া আওয়ামী লীগের নতুন কার্যকরী কমিটির পাঁচজনের নাম ঘোষণা করেন। তিনি বলেন,পরবর্তিতে নতুন কমিটি পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করবে।
এম নজরুল ইসলাম আরও বলেন,বর্তমান পরিবেশ ও পরিস্থিতির বিশেষ গুরুত্ব বিবেচনা করে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ খন্দকার হাফিজুর রহমান নাসিমকে আগামী তিন বছরের জন্য আবারও অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হিসাবে পুননির্বাচিত করেছেন। আর সাধারণ সম্পাদক হিসাবে মিজানুর রহমান শ্যামল এর নাম ঘোষণা করেন। সভাপতি প্রার্থী রুহি দাস সাহা ও আহমেদ ফিরোজকে অস্ট্রিয়া আওয়ামী লীগের নতুন সহ সভাপতি নির্বাচিত করা হয়েছে। শাহ কামালকে অস্ট্রিয়া আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে।
অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম আরও জানান, অস্ট্রিয়া আওয়ামীলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবিরকে অল ইউরোপিয়ান আওয়ামী লীগের আগামী কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্তির জন্য মনোনীত করা হয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস