ভিয়েনা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দাম না পাওয়ায় লালমোহনে মাইকিং করে মাছ বিক্রি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • ৩২ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ মা ইলিশ রক্ষায় ২২ দিনের টানা নিষেধাজ্ঞার পর গত দুই দিনে ভোলার লালমোহনের মেঘনা ও তেতুঁলিয়া নদীতে বিভিন্ন প্রজাতির যে পরিমান মাছ জেলেদের জালে ধরা পড়ছে সে পরিমান  ক্রেতাদের সাড়া মেলেনি। ফলে বিক্রেতারা মাছ নিয়ে বিপাকে পড়ায়  মাইকিং করে পোয়া মাছ ১৫০ টাকা কেজিতে বিক্রি করছেন ।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ফুল বগিছা গ্রামে মাছ এভাবে মাইকিং করে পোয়া মাছ বিক্রি দেখা গেছে। মাছ ব্যবসায়ী বাচ্ছু জানান, শনিবার (৪ নভেম্বর) সকালে পাশ্ববর্তী উপজেলা চরফ্যাশনের খাছুর গাছিয়া ঘাট থেকে ১১ হাজার টাকার পোয়া মাছ খরিদ করে বাজারে ক্রেতাদের আগ্রহ তেমন না থাকায় অটো ভাড়া করে গ্রামে গ্রামে মাইকিং মাত্র ১৫০ টাকা কেজিতে এ মাছ বিক্রি করছি এবং ক্রেতা বেশি থাকায় বিক্রি হচ্ছে তাড়াতাড়ি  ।
মাছ ক্রেতা রেজাউল আলম বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের টানা অবরোধ থাকায় অনেক দিন বাজারে মাছ কেনা সন্ভব হয়নি । অবরোধ উঠে যাওয়ায় সব ধরনের মাছ এখন পাওয়া যায়।  গত বছরের তুলনায় এ বছর পোয়া  একটু বেশি। তবে কম দামে বিক্রি করায় সব শ্রেণীর ক্রেতার পক্ষে কেনা সহজ হয়েছে।
এভাবে মাইকিং করে পোয়া মাছ ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তাও আবার বাড়ীতে বাড়ীতে। এতে খুশি সাধারণ ক্রেতারা। দীর্ঘদিন পর হলেও কম দামে নদীর পোয়সহ বিভিন্ন প্রজাতির মাছ কিনতে পারছেন তারা।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দাম না পাওয়ায় লালমোহনে মাইকিং করে মাছ বিক্রি

আপডেটের সময় ১০:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ মা ইলিশ রক্ষায় ২২ দিনের টানা নিষেধাজ্ঞার পর গত দুই দিনে ভোলার লালমোহনের মেঘনা ও তেতুঁলিয়া নদীতে বিভিন্ন প্রজাতির যে পরিমান মাছ জেলেদের জালে ধরা পড়ছে সে পরিমান  ক্রেতাদের সাড়া মেলেনি। ফলে বিক্রেতারা মাছ নিয়ে বিপাকে পড়ায়  মাইকিং করে পোয়া মাছ ১৫০ টাকা কেজিতে বিক্রি করছেন ।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ফুল বগিছা গ্রামে মাছ এভাবে মাইকিং করে পোয়া মাছ বিক্রি দেখা গেছে। মাছ ব্যবসায়ী বাচ্ছু জানান, শনিবার (৪ নভেম্বর) সকালে পাশ্ববর্তী উপজেলা চরফ্যাশনের খাছুর গাছিয়া ঘাট থেকে ১১ হাজার টাকার পোয়া মাছ খরিদ করে বাজারে ক্রেতাদের আগ্রহ তেমন না থাকায় অটো ভাড়া করে গ্রামে গ্রামে মাইকিং মাত্র ১৫০ টাকা কেজিতে এ মাছ বিক্রি করছি এবং ক্রেতা বেশি থাকায় বিক্রি হচ্ছে তাড়াতাড়ি  ।
মাছ ক্রেতা রেজাউল আলম বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের টানা অবরোধ থাকায় অনেক দিন বাজারে মাছ কেনা সন্ভব হয়নি । অবরোধ উঠে যাওয়ায় সব ধরনের মাছ এখন পাওয়া যায়।  গত বছরের তুলনায় এ বছর পোয়া  একটু বেশি। তবে কম দামে বিক্রি করায় সব শ্রেণীর ক্রেতার পক্ষে কেনা সহজ হয়েছে।
এভাবে মাইকিং করে পোয়া মাছ ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তাও আবার বাড়ীতে বাড়ীতে। এতে খুশি সাধারণ ক্রেতারা। দীর্ঘদিন পর হলেও কম দামে নদীর পোয়সহ বিভিন্ন প্রজাতির মাছ কিনতে পারছেন তারা।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস