নাজিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে স্থানীদের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করেছেন।

শুক্রবার (০৩ নভেম্বর) সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার মালিখালী ইউনিয়নের লড়া গ্রামে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি মেম্বার মনোজ কান্তি মন্ডল, লড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিপঙ্কর সমদ্দার রিপাশ, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মো. আফজাল হোসেন মোল্লা, স্থানীয় আস্তা কালী মন্দির কমিটির সভাপতি গজেন্দ্র নাথ বাড়ৈ, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি লিটন মন্ডল, ফুল মালা মন্ডল প্রমুখ।

স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী মহল গত প্রায় একমাস ধরে স্থানীয় তালতলা নদীর মালিখালী ইউনিয়নের লড়া ও সাচীয়া এলাকায় ৩টি ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন প্রায় শাতাধীক বোর্ডে করে বালুর উত্তোলন করা হচ্ছে। এতে নদীর পূর্ব পাড়ের মালিখালী ইউনিয়নের লড়া ও সাচীয়া গ্রামে নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ওই এলাকার নদী পাড়ে থাকা সাচীয়া লড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, লড়া মাধ্যমিক বিদ্যালয়, মাতৃ মঙ্গল সার্বজনিন সেবাশ্রম, দক্ষিন লড়া আস্তা কালি মন্দির, দারুল কোরান মহিলা মাদরাসা, লড়া শ্মশান ঘাট সহ কয়েক শত একর জমি ও বসত বাড়ি হুমকীর মুখে। এ ছাড়া ইতিমধ্যে ওই নদীর পশ্চিম পাড়ের শাঁখারীকাঠী ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের কয়েকটি বসত বাড়ি নদী ভাঙ্গনে বিলিন হয়ে গেছে। এ ছাড়া ওই এলাকায় থাকা প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মাদরাসা সহ কয়েকশত একর জমি হুমকির মুখে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশ জানান, এ বিষয়ে মৌখিক একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জানতে বালু উত্তোলনের সাথে জড়িত ড্রেজার মালিক আমিনুল ইসলামের মুঠোফেনে একাধীকবার ফোন ও ক্ষুদে বার্তা দিলেও কোন উত্তর পাওয়া যায় নি।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »