লালমোহনে জাতীয় যুব দিবস উদযাপন

ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপিত  হয়েছে।
 দিবসটি উপলক্ষে বুধবার (০১ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশাসকের  সম্মেলন কক্ষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে, উপজেলা যুব উন্নয়ন অফিসার  খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলেই দেশের মানুষের জীবন মান উন্নত হয়। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন, যুব সমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের কিছু মানুষ সরকারের উন্নয়ন কে বাঁধা গ্রস্ত করার লক্ষে, কিছু দেশ বিরোধী বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাই সামনে সকল যুবকদের সাহায্য নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে সকল ধরনের অপশক্তি বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, প্রকল্প অফিসার সোহাগ ঘোষ, মহিলা বিষয়ক অফিসার কানিজ মার্জিয়া, সামুদ্রিক মস্যৎ কর্মকতা তানবীর আহমেদসহ আরও অনেক।
আলোচনা সভা  শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
এরপর একই স্থানে উপজেলা প্রশাসন, লালমোহন, ভোলার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »