ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্ভোধন করেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সমন্বয়ক নির্বাচন পরিচালনা কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ কবির বিন আনোয়ার।
সোমবার রাত ৭টায় তিনি কর্ণার উদ্ভোধন শেষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ ওয়েব টিমের সমন্বয়কারী তন্ময় আহম্মেদ উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক নুরুল আমিন সুরুজ ও তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা মহিলালীগ সভানেত্রী ইসরাত জাহান সোনালী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, যুবলীগ আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহ্বায়ক কামাল শরিফ উপস্থিত ছিলেন।
কবির বিন আনোয়ার বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন এবং এই সংগঠনের সদস্যদের শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিটি জেলায় স্মাট কর্ণার করা হচ্ছে। আগামীতে এই দল যাতে চতুর্থ বিপ্লবের ধকল সামাল দিতে পারে তার জন্যই তাদেরকে স্মার্ট করে গড়ে তোলার এই উদ্যোগ। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।
বাধন রায়/ইবিটাইমস