ভিয়েনা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউরোপের অন্য কোনও দেশে রাশিয়ার হামলার ইচ্ছা নেই নিশ্চয়তা পুতিনের রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার মাধবপুরে ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর কালনী এক্সপ্রেস ট্রেন পুনরায় যাত্রা বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় সেতুসহ পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসীর অবস্থান পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে পর্তুগালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়লাভ খাল–বিলহীন খিলগাতীতে সাড়ে ৯ কোটি টাকার ব্রিজ নির্মাণ, প্রশ্ন স্থানীয়দের

অবরোধের প্রথম দিনে ২ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ২৮ সময় দেখুন

সরকারের পদত্যাগ ও নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের দাবিতে, বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকে এই অবরোধ

ইবিটাইমস ডেস্কঃ মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে ৩ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। অবরোধ চলা কালে, দেশের বিভিন্ন স্থান থেকে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। সহিংসতায় অন্তত ২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে অন্ত ৫০ জন আহত হয়েছে। আর, বিরোধী দলের বেশকিছু নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীও একই দাবিতে মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করছে। বিএনপি-জামায়াতের বাইরে, বিএনপির সমমনা হিসেবে পরিচিত; ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি ও এনডিএম পৃথকভাবে এই কর্মসূচি পালন করছে।

পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে। ঢাকার প্রবেশপথ ও প্রধান সব পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছে এবং চেকপোস্ট বসিয়েছে।

দিনব্যাপী হরতাল পালনের পর, রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী টানা ৩ দিন সারাদেশে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন। তবে সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন তিন দিনের অবরোধের আওতাবহির্ভূত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ইউরোপের অন্য কোনও দেশে রাশিয়ার হামলার ইচ্ছা নেই নিশ্চয়তা পুতিনের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অবরোধের প্রথম দিনে ২ জনের মৃত্যু

আপডেটের সময় ০৯:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

সরকারের পদত্যাগ ও নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের দাবিতে, বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকে এই অবরোধ

ইবিটাইমস ডেস্কঃ মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে ৩ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। অবরোধ চলা কালে, দেশের বিভিন্ন স্থান থেকে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। সহিংসতায় অন্তত ২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে অন্ত ৫০ জন আহত হয়েছে। আর, বিরোধী দলের বেশকিছু নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীও একই দাবিতে মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করছে। বিএনপি-জামায়াতের বাইরে, বিএনপির সমমনা হিসেবে পরিচিত; ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি ও এনডিএম পৃথকভাবে এই কর্মসূচি পালন করছে।

পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে। ঢাকার প্রবেশপথ ও প্রধান সব পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছে এবং চেকপোস্ট বসিয়েছে।

দিনব্যাপী হরতাল পালনের পর, রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী টানা ৩ দিন সারাদেশে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন। তবে সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন তিন দিনের অবরোধের আওতাবহির্ভূত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

কবির আহমেদ/ইবিটাইমস