পিরোজপুরে আওয়ামী লীগের আবরোধ প্রতিহত কমিটি গঠন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আওয়ামী লীগের উদ্যোগে অবরোধ প্রতিহত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টেবর) পিরোজপুর শহর সহ জেলার নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় ওই কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে সারা দেশব্যাপী ৩দিনে অবরোধ ঘোষনা করা হয়েছে। সে অনুযায়ী পিরোজপুরেও বিএনপির পক্ষ থেকে ওই কর্মসূচী রয়েছে। আর ওই কর্মসূচী প্রতিহত স্থানীয় এমপি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের উদ্যোগে শহরের বিভিন্ন স্থান সহ ৯টি স্থানে ওই কমিটি গঠন করা হয়েছে।

পিরোজপুর সদর উপজেলার পুরাতন সিও অফিস (উপজেলা পরিষদ) চত্বর, পুরাতন বাস ষ্ট্যান্ড, টাউন ক্লাব, নতুন বাসষ্ট্যান্ড। জেলার নাজিরপুরে উপজেলা পরিষদ মোড়, চৌঠাইমহল বাসষ্ট্যান্ড, মাটিভাঙ্গা মোড়। জেলার ইন্দুরকানীতে উপজেলা পরিষদ চত্বর ও ইন্দুরকানীতে এ কমিটি গঠন করা হয়েছে।

দলীয় সূত্র জানান, বিএনপি-জামায়াতে অবৈধ অবরোধের বিরুদ্ধে ও যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে দলীয় কর্মীরা সেখনে অবস্থান করছেন। আর এটিকে অবস্থান কর্মসূচী হিসাবে ঘোষনা করা হয়েছে। বিএনপির ডাকা অবরোধের ৩দিনই দলের কর্মীরা সেখানে অবস্থান করবেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জেলার সদর উপজেলা সিও অফিস (উপজেলা পরিষদ) চত্বরের অবস্থান কর্মসূচীতে থাকা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন জানান, বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ কর্মসূচীতে পিরোজপুরের মানুষের স্বাভাবিক জীব যাত্রা যাতে কোন রকম বিগ্নিত না হয় সে জন্য মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের নির্দেশে আমাদের ৩দিন ব্যাপী এ অবস্থান কর্মসূচী।

জেলার নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসষ্ট্যান্ডের অবস্থান কর্মসূচীতে থাকা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চ ল কান্তি বিশ^াস জানান, অবরোধ কর্মসূচীর নামে বিএনপি-জামায়াত যাতে কোন ধরনের সহিংশতা করতে না পারে তা প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদেও নিয়ে এ অবস্থান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে পিরোজপুর শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে , রাস্তার বিভিন্ন স্থানে পুলিশের সতর্ক অবস্থান। স্থানীয় বিভিন্ন রুটে গন পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা সহ দূর পাল্লার গাড়ি চলছে। তবে যাত্রীর সংখ্যা অনেক কম রয়েছে। পুলিশ পাহারায় গাড়িগুলো চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »