টাঙ্গাইলে আওয়ামী লীগের অবরোধ বিরোধী মিছিলে সংঘর্ষ, আহত ৩

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে আওয়ামী লীগের অবরোধ বিরোধী মিছিলে দু-গ্রুপের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালত প্রাঙ্গনে শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের উপস্থিতিতে এ সংঘর্ষ হয়।
এ ঘটনার সূত্র ধরে শহরের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল ফকিরসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়েছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহরে আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল বের হয়। মিছিলটি আদালত প্রাঙ্গনে গেলে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন রশিদ আকন্দ সোনা ও সাধারণ সম্পাদক হেলাল ফকির মধ্যে কথা কাটিকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিক পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর সমাধান করেন। পরবর্তীতে সভাপতি হুমায়ন রশিদ আকন্দ সোনা তার পশ্চিম আকুর টাকুর পাড়া বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষরা তার উপর হামলা করে। পরে তিনি নিজেকে রক্ষার জন্য উল্টো হামলা করে। এক পর্যায়ে সাধারণ সম্পাদক হেলাল ফকিরসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়। আহত অন্যরা হচ্ছেন ইব্রাহিম ফকির ও আজিজ ফকির।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু ছালাম মিয়া বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ ঘটনায় তিন জন আহত হয়েছে। এখনও পর্যন্ত কোন পক্ষ মামলা বা অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »