ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলেক্ষ্য সোমবার সকাল ১০টা থেকে ঝালকাঠি শহরের চঁাদকাঠি চৌমাথা হয়ে ঝালইকা বাড়ি ও হাসপাতাল রোডের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে পৌরসভাসহ ১০টি সংগঠন।
এই এলাকার কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, জেলা আওয়ামীলীগের প্রতিনিধি, জেলা মহিলা পরিষদ, বিডি ক্লিন, ইউথ একশন সোসাইটি, ঝালকাঠি মানব কল্যান সোসাইটি, রেড ক্রিসেন্ট ঝালকাঠি ইউনিট, বাংলাদেশ স্কাউট, এক্সপ্রেস ইভেন্টস ম্যানেজমেন্ট লিমিটেড ঝালকাঠির সদস্যরা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছেন।
উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে দেখা গেছে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে রেড ক্রিসেন্ট ঝালকাঠি শাখার স্বেচ্ছাসেবকদের। তাদের ইউনিটক কার্যালয় থেকে শুরু করে পূর্ব চঁাদকাঠি চৌমাথা হয়ে হাসপাতাল এলাকা পরিচ্ছন্নতা অভিযান করতে দেখা গেছে।
বাধন রায়/ইবিটাইমস